ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘৮৩’ ছবির মুহূর্ত বুর্জ খলিফায়, কাঁদলেন দীপিকা
Published : Saturday, 18 December, 2021 at 12:53 PM
‘৮৩’ ছবির মুহূর্ত বুর্জ খলিফায়, কাঁদলেন দীপিকামধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ‌‘৮৩’ ছবির প্রচারণা চালাচ্ছেন এর কলাকুশলীরা। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবির প্রচারণা টিমের সঙ্গে আছেন কপিল দেবও। এছাড়াও আছেন কপিলের চরিত্রে রূপদানকারী রণবীর সিং, কপিল দেবের স্ত্রী চরিত্র রূপদানকারী দীপিকা পাড়ুকোন। আছেন নির্মাতা কবির খানও।

সেই প্রচারণার অংশ হিসেবে দুবাইয়ে বুর্জ খলিফায় সম্প্রতি ‘৮৩’ ছবির ভিডিও প্রদর্শন করা হয়। সেই ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন রণবীর। এতে দেখা গেছে, বুর্জ খলিফা ভবনে দেখা যাচ্ছে ‘৮৩’ ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য। তা দেখছেন কপিল দেব, তার স্ত্রী রোমি, রণবীর, দীপিকা, কবির খানসহ হাজার হাজার দর্শক।

দুবাইয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফেস্টিভালেও প্রশংসিত হয়েছে ছবিটি। ‘৮৩’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর।