ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক গোলেই মেসির বাজিমাত
Published : Saturday, 18 December, 2021 at 1:51 PM
এক গোলেই মেসির বাজিমাতচলতি দলবদল মৌসুমে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। নতুন দলে যোগ দেওয়ার পর কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না তিনি।
পিএসজির জার্সিতে মেসির গোলের অপেক্ষা শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে করেন পরম সেই আরাধ্য গোল। আর সেই এক গোলেই বাজিমাত করে ফেলেছেন মেসি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ডে-তে করা মেসির সেই গোলটিই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সেরা গোল।

শুক্রবার এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে উয়েফা। এর আগে গত ১৩ ডিসেম্বর গ্রুপপর্বের লড়াই শেষ হতেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা গ্রুপ পর্বের সেরা দশ গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল।

সেই গোলগুলোর মধ্যে একটি ছিল সিটির বিপক্ষে মেসির করা গোলটি। ম্যাচটির ৭৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে একাই বল নিয়ে সিটির বিপদসীমার কাছে চলে আসেন মেসি। এরপর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক শটে সেটি জড়ান সিটির জালে। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সেরা গোল নির্বাচিত করতে ভোট দেওয়ার জন্য কর্তৃপক্ষ চার দিনের মতো সময় বেধে দিয়েছিল। শুক্রবার শেষ হয়েছে সে সময়সীমা। এই সময় দশটি গোলের জন্য ভোট দিয়েছেন প্রায় দুই লাখ ভোটার। তার মাঝে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা গোলের পুরস্কার জিতেছেন মেসি।