ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওমিক্রনের জন্য ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞের
Published : Saturday, 18 December, 2021 at 9:10 PM
ওমিক্রনের জন্য ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞেরভারতের জাতীয় কোভিড-১৯ সুপার মডেল কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে দেশটিতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এটি সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের তুলনায় মৃদু হতে পারে।

প্যানেলের প্রধান এম বিদ্যাসাগর বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন দাপুটে হয়ে উঠতে শুরু করলে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়বে।

এম বিদ্যাসাগর বলেন, ‘আগামী বছরের শুরুর দিকেই ভারতে তৃতীয় ঢেউ আসতে যাচ্ছে। দেশে বর্তমানে বেশি মানুষের ইমিউনিটি থাকায় এটা দ্বিতীয় ঢেউয়ের চেয়ে মৃদু হতে যাচ্ছে। তবে অবশ্যই তৃতীয় ঢেউ আসবে। বর্তমানে আমরা প্রতিদিন সাড়ে সাত হাজার আক্রান্ত দেখছি, ডেল্টাকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট দাপুটে হয়ে উঠতে শুরু করলে এই সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে।’

বিদ্যাসাগর আরও বলেন, তৃতীয় ঢেউ যদি আসে তাহলেও ভারত প্রতিদিন দুই লাখ নতুন আক্রান্ত দেখবে না। তিনি বলেন, ‘এটা অনুমান নয়, হিসাব’।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার নববর্ষের আয়োজন সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই নির্দেশনা দেওয়া হয়। এখন পর্যন্ত ভারতের ১১টি প্রদেশ ও কেন্দ্র শাসিত অঞ্চলে ১০১ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সূত্র: টাইমস নাউ নিউজ