ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাওলানা মুসলেমউদ্দীনের জানাজায় মুসল্লীর ঢল
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
হাজারো আলেমের উস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মুসলেমউদ্দীন হুজুর শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে... রাজিউন)? কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া দঃ পাড়া গ্রামে বসবাস করতেন তিনি? তিনি শুক্রবার মধ্য মহালক্ষীপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ পড়ানোর পরে দাওয়াতে গেলে তিনি অসুস্থতা বোধ করেন। তখন তাকে বাড়িতে নিয়ে আসার সাথে সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর? তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে? মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন? শনিবার বাদ জোহর মহালক্ষীপাড়া শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়?তিনি দীর্ঘ ৫০ বছর সারা দেশে ওয়াজ ও তাফসির  মাহফিল করেছেন? তিনি মহালক্ষী পাড়া গ্রামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পাঞ্জেগানা মসজিদ, সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠার রূপকার ছিলেন।  তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার সবচেয়ে বড় মহালক্ষীপাড়া শাহী ঈদগাহ? তিনি এ প্রতিষ্ঠানগুলোর সভাপতি ছিলেন অনেক বছর? মরহুমদের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণপাড়িয়ার বিভিন্ন দরবার শরীফের পীর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক?
এছাড়া উপস্থিত ছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন,  বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম, সহসভাপতি শাহআলম খোকন, সাবেক সাধারন সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লীবৃন্দ।