ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।।
মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী কমিটির সদস?্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের পৃষ্ঠপোষকতায় পূর্ণমতি গ্রামের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকালে  ১৭ ডিসেম্বর বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন এর পূর্ণমতি গ্রামের এম এ মন্সুর উচ্চ বিদ্যালয় মাঠে  কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল  হাসেম খান এমপি। বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম রেজা সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ণমতি গ্রামের আওয়ামী লীগের সভাপতি তৌহিদ  সরদার। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক উন্নত। দেশে এখন বিদ্যুৎ এর ঘাটতি নেই। উন্নয়নের সর্ব ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্ব এক রোল মডেল। আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন একজন ভাল মানুষ; আমি জয়নাল ভাইয়ের ছেলেকে বলবো ৩নং বুড়িচং সদর ইউনিয়নের সব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক  আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, পূর্ণমতি, বুড়িচং, হরিপুর, জরুইন, যদুপুর, আরাগ, জগতপুরসহ ৩নং সদর ইউনিয়ন পরিষদের সকল শীতার্ত মানুষের মাঝে প্রায় ৩ হাজার কম্বল বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আমি মানুষের সেবা করতে চাই। আমি বুড়িচং সদর ইউনিয়ন বাসীর দোয়া চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহিরুল হক, আয়কর আইনজীবী কর্মচারী সদস্য ঢাকা ঢাকা ট্যাকসাস্ বার এসোসিয়েশন, হাজী বিল্লাল হোসেন, প্রস্তাবিত সভাপতি বুড়িচং উপজেলা আওয়ামী যুবলীগ, আনোয়ারুল কিবরিয়া, যুগ্ন-আহবায়ক বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাসেল মিয়া বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, আবুল  হোসেন বিএসসি, জনাব আবুল হোসেন মাস্টার,  জালাল উদ্দিন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা  সুরুজ খান, হাজী হাবিবুর রহমান, শাহজাহান পুলিশ, বীর মুক্তিযোদ্ধা মুসলেম খান, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, গিয়াস উদ্দিন, জলিল পুলিশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে মুহাম্মদ জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা ছাত্রলীগ এবং নাজিমুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগ।