ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড থেকে সুখবর জানালো টাইগাররা
Published : Monday, 20 December, 2021 at 12:12 PM
নিউজিল্যান্ড থেকে সুখবর জানালো টাইগাররাস্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়াকে কেন্দ্র করে যে অনিশ্চয়তার মেঘ ছিল, তা কেটে গেছে। করোনা প্রটোকলের বিধিনিষেধ কাটিয়ে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে নামছে মাঠে। 
আগামীকাল ২১ ডিসেম্বর থেকে খোলা আকাশের নিচে প্র্যাকটিস করবে মুমিনুল হকের দল। সোমবার ভোরেই জানা গেছে সেই সুখবর। 

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিওবার্তায় বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। সবার নেগেটিভ এসেছে। তাই আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। আমরা এখন থেকে মুক্ত।’

সুজন আরো জানান, মঙ্গলবার নতুন হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিন থেকে দলগত অনুশীলনও শুরু করতে পারবেন মুমিনুলরা।

টিম ডিরেক্টর বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

এদিকে সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি বে ওভালে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা। আর ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট।