ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে হত্যামামলার আসামি গ্রেপ্তার
Published : Monday, 20 December, 2021 at 12:00 AM, Update: 20.12.2021 12:29:42 AM
কুমিল্লায় র‌্যাবের অভিযানে হত্যামামলার আসামি গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১৮ ডিসেম্বর দিবাগত রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মোঃ এমদাদ হোসেন মুহিদুল। সে ওই এলাকার মৃত মুকছুদ হোসেনের পুত্র।

র‌্যাব জানিয়েছে, গত ২ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে স্বজনদের কাছে খবর পাঠানো হয়। পরে স্বজনরা এসে কুমিল্লা মেডিক্যালের বাইরে একটি এম্বুলেন্সে আরিফের লাশ দেখতে পান। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর আদালতের নির্দেশে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলায় হয়।
মামলার প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর রাতে আসামি এমদাদ হোসেন মুহিদুলকে গ্রেপ্তার করে র‌্যাব।