ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচনী বিধি লঙ্ঘন ব্রাহ্মণপাড়ায় দুইজনের কারাদণ্ড
Published : Monday, 20 December, 2021 at 12:00 AM, Update: 20.12.2021 12:29:36 AM
নির্বাচনী বিধি লঙ্ঘন ব্রাহ্মণপাড়ায় দুইজনের কারাদণ্ডইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচনী আচরণবিধি লংঘনে গত ১৯ ডিসেম্বর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
এসময় সাহেবাবাদ ইউনিয়নে টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ জসিম উদ্দিন নান্নু (৫৩) এর স্বপক্ষে মিছিল বের করায় জনাব মোঃ ফয়সাল আহম্মেদ (২২) ও জনাব মোঃ সোহাগ খান (৩৪)কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দশ হাজার টাকা অর্থদন্ড উভয়দন্ডে দন্ডিত করা হয়। এছাড়া চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ জসিম উদ্দিন নান্নুকে দশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এসময় ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল অংশ গ্রহন করেন।