
তানভীর দিপু:
নির্মল,
অপূর্ব ভালোবাসায় উঠুক সত্য সুন্দর সামাজিক বন্ধন। এই ব্রত সামনে রেখে
সারাদেশে সুপরিচিত কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার ৫ম বর্ষ
পূর্তি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত, মুক্তিযোদ্ধা সম্মাননা, গঠনমূলক
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায়
কুমিল্লার ফান টাউন বিনোদন কেন্দ্রের মিলনায়তনে সংগঠনটির এই পঞ্চম
বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় জন
মুক্তিযোদ্ধাকে সম্মাননা তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, মহানগর
আওয়ামী লীগ সভাপতি এবং জাগ্রত মানবিকতার প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের
প্রধান মঞ্জুরুল আলম, কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেডএম
মিজানুর রহমান, জাগ্রত মানবিকতার সহ-সভাপতি শফিক ইউসুফ, এড. সৈয়দ নুরুর
রহমান, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার
সূচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদরআসনের সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার বলেন, জাগ্রত মানবিকতার
৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সংগঠনের সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক শুভেচ্ছা
জানাই। জাগ্রত মানবিকতা হচ্ছে পথ প্রদর্শক। তারা তরুণদের পথ দেখায় কিভাবে
মানুষের সেবা করতে হয়, মানুষের পাশে নিস্বার্থভাবে দাঁড়াতে হয়। জাগ্রত
মানবিকতা একটি রক্তদাতা সংগঠন থেকে এখন কুমিল্লার অসহায় দুস্থ মানুষের সহায়
হয়ে দাঁিড়য়েছে মানুষের জন্য। করোনাকালীন সময়ে তারা ফ্রি অক্সিজেন সেবা,
ফ্রি চিকিৎসা, খাদ্য ও অর্থ সহায়তাসহ নানান কর্মসূচি দিয়ে কুমিল্লার
মানুষের পাশে দাঁড়িয়েছে। যে সাহস ও স্বদিচ্ছা নিয়ে তারা মানুষের সহযোগিতা
করছে সেজন্য তাদের প্রতি অগাধ ভালোবাসা।
অনুষ্ঠানে জাগ্রত মানবিকতার
পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ
হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোঃ মালেক, বীর
মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন , বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে সম্মানন
জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে জাগ্রত মানবিকতার বিভিন্ন কার্যক্রমের একটি
স্বচিত্র প্রতিবেদন উপভোগ করেন অতিথিরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়
হৃদরোগ ইন্সটিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান মঞ্জুরুল আলম
বলেন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং তার এই
সংগঠনের অকৃত্রিম ভালোবাসা ও অকুন্ঠ সহযোগিতার কারণে কুমিল্লার অনেক অসহায়
সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। রক্তদাতা সংগঠন হিসেবে শুরু
করে মানুষের সুখে দুঃখে নিঃস্বার্থ ভাবে পাশে দাঁড়ানো এই সংগঠনের নানান
উদাহরণ কুমিল্লা তথা সারা দেশের জন্য উদাহরণ সরূপ।
জাগ্রত মানবিকতার
সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২০১৬ সালে থেকে ১২ জন সদস্য নিয়ে শুরু হওয়া
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন এখন সাধারণ মানুষের দোয়ায় আরো নানান স্বেচ্ছাসেবী
কার্যক্রম নিয়ে পাশে দাঁড়াতে পেরেছে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সকল
বাঁধা ও ভয় উপেক্ষা করে করোনাকালীন সময়ে কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে
পেরে আমরা আনন্দিত। জাগ্রত মানবিকতার সকল স্বেচ্ছাসেবীর প্রতি আন্তরিক
ভালোবাসা ও ধন্যবাদ।
পরে অতিথিরা জাগ্রত মানবিকতার অফিশিয়াল ওয়েব সাইট
উদ্বোধন করেন। সবশেষ অতিথিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম
রনি।
জাগ্রত মানবিকতার ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে কুমিল্লার
বিভিন্ন ওয়ার্ড থেকে জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও
শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।