ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনিয়ন পরিষদ নির্বাচন; চান্দিনায় ২৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৬০ জনের প্রার্থীতা প্রত্যাহার
Published : Monday, 20 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ২৫ চেয়ারম্যান প্রার্থী সহ ৬০ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের তিনটি পদে ৬০ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৩৩জন এবং সংরক্ষিত নারী মেম্বার পদে ২জন প্রার্থীতা প্রত্যাহার করেন।
 এর মধ্যে চেয়ারম্যান পদে উপজেলার বরকরই ও শুহিনপুর ইউনিয়নে সর্বোচ্চ ৫ জন করে প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এর মধ্যে বরকরই ইউনিয়নে সর্বনিম্ন প্রার্থী রয়েছেন মাত্র ৩জন। এছাড়া জোয়াগ ইউনিয়নে ৪জন, দোল্লাই নবাবপুর, বরকইট, বাতাঘাসী ইউনিয়নে ২জন করে, কেরণখাল, গল্লাই, বাড়েরা, মাইজখার, মাধাইয়া ইউনিয়নে ১জন করে প্রার্থীতা প্রত্যাহার করেন। যারফলে উপজেলার সুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৭জন, বাতাঘাসী ইউনিয়নে ১০জন, মাধাইয়া ইউনিয়নে ৬জন, কেরণখাল ইউনিয়নে ৪জন, বাড়েরা ইউনিয়নে ৪জন, এতবারপুর ইউনিয়নে ৫জন, বরকইট ইউনিয়নে ৯জন, মাইজখার ইউনিয়নে ৭জন, দোল্লাই নবাবপুর ইউনিয়নে ৯জন, গল্লাই ইউনিয়নে ৭জন, জোয়াগ ইউনিয়নে ৫জন।
সাধারণ মেম্বার পদে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে মাইজখার ইউনিয়নে সর্বোচ্চ ৭৩জন, দোল্লাই নবাবপুর ইউনিয়নে ৪৭জন, বরকইট ইউনিয়নে ৪৪জন, মাধাইয়া ও বরকরই ইউনিয়নে ৪২জন করে,  গল্লাই ইউনিয়নে ৪০জন, শুহিলপুর ও বাড়েরা ইউনিয়নে ৩৯জন করে, জোয়াগ ইউনিয়নে ৩৮, বাতাঘাসী ইউনিয়নে ৩৬, কেরণখাল ইউনিয়নে ২৮, এতবারপুর ইউনিয়নে ২৬জন।
সংরক্ষিত নারী মেম্বার পদে মাইজখার ইউনিয়নে সর্বোচ্চ ১৭জন , গল্লাই, দোল্লাই নবাবপুর ইউনিয়নে ১২জন করে বরকরইট ইউনিয়নে ১০জন, এতবারপুর ইউনিয়নে ৭জন, কেণরখাল ইউনিয়নে ৯জন, জোয়াগ, শুহিলপুর,  বাতাঘাসী ও বরকইট ইউনিয়নে ৮জন করে, মাধাইয়া ইউনিয়নে ৯জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করবেন।  
আজ সোমবার ওই প্রার্থীরা প্রতীক বরাদ্দ নিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন। আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।