ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অ্যাশেজের বাকি তিন টেস্টেও অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল
Published : Monday, 20 December, 2021 at 2:16 PM
অ্যাশেজের বাকি তিন টেস্টেও অপরিবর্তিত অস্ট্রেলিয়া দলব্রিসবেনে প্রথম টেস্ট জেতার পর অ্যাডিলেডে দ্বিতীয়টিতেও জয়ের পথে অস্ট্রেলিয়া। দিবারাত্রির এই টেস্টে পঞ্চম দিনে হার বাঁচাতে লড়ছে ইংল্যান্ড। তবে সেই কাজটা সহজ হবে না।

চতুর্থ ইনিংসে ইংলিশদের সামনে ৪৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জয় বলতে গেলে সময়ের ব্যাপার।

এমন পারফর্ম করা দলে আর পরিবর্তনের প্রয়োজন দেখছে না অসিরা। বাকি তিন টেস্টের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দলই ঘোষণা করেছে স্বাগতিকরা। মেলবোর্ন, সিডনি আর হোবার্টে হবে এই তিন টেস্ট।

অ্যাশেজের বাকি ৩ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, নাথান লিয়ন, ঝাই রিচার্ডসন, মাইকেল নেসের ও মিচেল সোয়েপসন।