একবার পেছানোর পর এবার বাতিলই করে দেওয়া হলো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজাঁসি সুপার লিগ (এমএসএল)। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের এমএসএল স্থগিত করে নেওয়া হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে।
এবার সেই একই কারণে তা বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। মূলত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চিন্তায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে অনেক দেশের ভ্রমণজনিত নানান নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্ট বাতিল করা ছাড়া আর পথ খোলা ছিল না।
তবে এমএসএল না হলেও, ফেব্রুয়ারির ঐ ফাঁকা সময়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ মাঠে গড়াবে বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেৎস্কি মোসেকি। যেখানে প্রথম ডিভিশনের আট দল মোকাবিলা করবে।
২০১৮ ও ২০১৯ সালে সফলভাবেই আয়োজন করা হয়েছিল এমএসএল। তবে করোনা মহামারির কারণে লজিস্টিক সরবরাহে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় বাতিল করা হয় ২০২০ সালের আসর। সে বছর ঘরোয়া লিগ হিসেবেই আয়োজন করা হয় এটি।