ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
Published : Tuesday, 21 December, 2021 at 12:00 AM
বার্ডে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিতবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে দুই দিন ব্যাপী ৭ম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১৮-১৯ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো মহামারির চ্যালেঞ্জ এবং গভার্নেন্স এ পরিবর্তন। উক্ত সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিনল্যান্ড, অষ্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও নবীন গবেষকগণ মোট ৫৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
বার্ডের মহাপরিচালক  মোঃ শাহজাহান সমাপনী বক্তৃতায় সম্মেলনে আগত প্রবন্ধ উপস্থাপক এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিগত সাত বছরে গভার্নেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা প্রবন্ধ তুলে ধরার জন্য বার্ড একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্মে পরিণত হয়েছে। এই সম্মেলনের সহযোগী এবং মূল কেন্দ্র হিসেবে বার্ড সম্পৃক্ত হতে পেরে গৌরবান্বিত।
সমাপনী অধিবেসনে আরো বক্তব্য রাখেন ফুলব্রাইট সিনিয়র ফেলো ও হ্যান্ডারসন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. হারুন এ খান এবং নর্থ ঢাকা সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন সচিব ড. মুকলেসুর রহমান।
সমাপনী অধিবেশনে সম্মেলনের আহবায়ক অধ্যাপক আ.কা. ফিরোজ আহমেদ বলেন, বার্ড একটি অনন্য প্রতিষ্ঠান যেখানে তত্ত্ব ও প্রয়োগের সমন্বয় ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশে গবেষণা সম্মেলনের জন্য বার্ড একটি উপযুক্ত কেন্দ্র। কারণ এই প্রতিষ্ঠানটি এই দেশে জ্ঞানের প্রায়োগীক চর্চার সুত্রপাত করেছে। তাছাড়া কুমিল্লার এই ময়নামতি-লালমাই এলাকাটিতে জ্ঞানের চর্চা শুরু হয়েছে ৭ম বা ৮ম শতকে। ফলে, এখানে জ্ঞানের চর্চার একটি আবহ রয়েছে। বিগত সাত বছর ধরে বার্ড এই আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে প্রবীন ও নবীন গবেষকদের জন্য প্রতি বছর ডিসেম্বর মাসে বার্ডে আয়োজিত এই আন্তর্জাতিক গবেষণা সম্মেলনটি একটি প্রতিক্ষিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলে তিনি সকলকে অবহিতকরণে। এসময় তিনি মহাপরিচালকের মাধ্যমে তিনি বার্ডের সকল অনুষদ সদস্যদের এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।  উল্লেখ্য যে, এবছর সম্মেলনটি অনলাইন ও অফলাইন- উভয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ফিনল্যান্ড, অষ্ট্রেলিয়া, চীন, যুক্তরাজ্য ও ভারতের গবেষকগণ অনলাইনে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।