
ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে
বিভিন্ন প্রার্থী বিরামহীন প্রচার প্রচারনা করছে এবং প্রস্তুতি নিচ্ছে
ভোটাররা ও। এরই ধারাবাহিকতায় সাহেবাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাবেক
সফল চেয়ারম্যান জসিম উদ্দিন নানু প্রচার প্রচারনা এগিয়ে রয়েছেন। এ বছর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উক্ত ইউনিয়নের সর্বস্হরের
মানুষ তাকে পেয়ে বেশ খুশি। তাদের ধারণা ভালো মানুষকে তারা এ বছর নির্বাচিত
করবে।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন,
টাকই,টাটেরা, ছাতিয়ানি নগরপাড় ও সাহেবাবাদ ইউনিয়নের প্রতিটি গ্রাম ও
মহল্লায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের সাথে
কুশল বিনিময় করেন ও দোয়া প্রার্থনা করেন। তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন,
"আপনাদের সুখদুঃখের সাথে মিলেমিশে সাহেবাবাদ ইউনিয়নকে দুর্নীতিমুক্ত
আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন
ঘটাতে চাই। সাহেবাবাদ ইউনিয়নকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত করতে
চাই। "
জানা গেছে, বিপদের বন্ধু খ্যাত জসিম উদ্দিন নানু করোনা কালিন
সময়ে অসহায়ের পাশে থেকে সেবা করে গেছেন, হাত বাড়িয়েছেন সহায়তার । তিনি
সামাজিক জীবনে বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি ত্যাজী ও
ত্যাগী নেতা হিসেবে সাহেবাবাদ ইউনিয়নবাসীর কাছে সুপরিচিত। তিনি ছাত্রলীগ,
যুবলীগ ও বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি বহু
শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে রয়েছেন নিবিড় ভাবে। এলকায় বিভিন্ন সেবামূলক
প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে নিরলসভাবে জড়িয়ে আছেন। তিনি জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের
সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।
এ ব্যপারে জসিম উদ্দিন নানু জানান,
সাধারণ মানুষের অনুরোধে টেলিফোন প্রতীক নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। সাহেবাবাদ ইউনিয়নকে মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র ঘোষিত মিশন ২০৪১ বাস্তবায়নে ইউনিয়নে
নিজস্ব উদ্যোগে কাজ করে যাচ্ছেন সমাজ-বন্ধু খ্যাত এই মহীয়সী নেতা।
এদিকে
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে,
বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জসিম উদ্দিন নানু এর প্রতি রয়েছে সাধারণ
মানুষের গভীর আস্থা ও ভালোবাসা। উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে এক
অন্যরকম আমেজ লক্ষ্য করা গেছে। লক্ষ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটে
উঠেছে গণসংযোগের প্রতিটি মুহূর্তে। এলাকাবাসীর অভিমত, টেলিফোন প্রতীক সে
বিপুল ভোটে জয়ী হবে। এবং সাহেবাবাদ ইউনিয়ন আধুনিক ও দূর্ণীতিমুক্ত হবে।