ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচন; ৬৮৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Published : Tuesday, 21 December, 2021 at 12:00 AM, Update: 21.12.2021 12:22:05 AM
চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচন; ৬৮৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নে প্রতীক বরাদ্দের মধ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। সোমবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ১২টি ইউনিয়নের ৭৬জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯৪জন সাধারণ ওয়ার্ড মেম্বার প্রার্থী ও ১১৮জন সংরক্ষিত ওয়ার্ড মেম্বার পদের প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের দিন সকাল থেকে ১২টি ইউনিয়নের প্রার্থী ও সমর্থকদের আগমনে উপজেলা সদরে জনস্রোত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।
এদিকে, প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রার্থী ও তাদের সমর্থকরা ভীড় জমাতে শুরু করে ছাপা কারখানা গুলোতে। কার আগে কে তাদের প্রচারণাপত্র ও পোস্টার সাঁটিয়ে নিবেন ওই প্রতিযোগিতা দেখা যায় ছাপা কারখানায়।
প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রতীক ‘আনারস’ বরাদ্দ নিয়েও দেখা গেছে প্রতিযোগিতা। বেশিরভাগ ইউনিয়নে লটারী পদ্ধতিতে প্রদান করা হয়েছে নির্বাচনী প্রতীক।
উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন যারা- ১নং শুহিলপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সরকার (নৌকা), আবু বকর ছিদ্দিক (আনারস) কামাল সরকার (ঘোড়া), জোনাঈদ ভূইয়া (টেলিফোন), নজরুল ইসলাম (অটোরিক্সা), হারুন অর রশিদ (মটর সাইকেল), রফিউদ্দিন (চশমা)। ২নং বাতাঘাসী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম (নৌকা),  ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সালাহ উদ্দিন সোহাগ (হাত পাখা), আ.ন.ম. কামরুজ্জামান ভূইয়া (আনারস), এমদাদুল হক (মটর সাইকেল), খাইরুল ইসলাম (রজনীগন্ধ্যা), বেলায়েত হোসাইন (টেলিফোন), সাদেকুর রহমান (চশমা), মো. জসিম উদ্দিন (ঘোড়া), ফারুক হোসেন স্বর্ণকার (অটোরিক্সা), শাহজাহান সিরাজ (টেবিল ফ্যান)।
৩নং মাধাইয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মিজানুর রহমান (হাত পাখা), আমির হোসেন (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান অহিদ উল্লাহ (আনারস), মরতুজ আলী (টেলিফোন), মো. শাহজাহান (চশমা)।
৫নং কেরণখাল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ (নৌকা), সুমন ভূইয়া (আনারস), আতিকুর রহমান (চশমা), শামছুল আলম (মটরসাইকেল)।
৬নং বাড়েরা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম  (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ছিদ্দিকুর রহমান খান (হাতপাখা), আহসান হাবীব ভূইয়া (আনারস), জামাল উদ্দিন (ঘোড়া)।
৭নং এতবারপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ (নৌকা), কাউসার আহমেদ (চশমা), আবুল কাশেম (ঘোড়া), মো. ইউসুফ (আনারস), সহিদুল ইসলাম সিকদার (মটর সাইকেল)।
৮নং বরকইট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম (নৌকা), জাকের পার্টি প্রার্থী ইউনুছ (গোলাপ ফুল), বিল্লাল (টেলিফোন), মোহাম্মদ আবুল কালাম (টেবিল ফ্যান), মো. আবুল বাসার (আনারস), নূরে আলম (ঘোড়া), মাজাহারুল ইসলাম (মটর সাইকেল), মো. সেলিম মিয়া (অটোরিক্সা), শাহজাহান (চশমা)।
৯নং মাইজখার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী জামাল উদ্দীন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ইউনুছ মিয়া (হাত পাখা), বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান (আনারস), জাকির হোসেন (ঘোড়া), মো. জাহাঙ্গীর (টেলিফোন), মোয়াজ্জেম হোসেন (মটর সাইকেল), রাসেল (চশমা)।
১০নং গল্লাই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান গণি  (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী নজরুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি প্রার্থী মোসা. সুফিয়া বেগম (কাস্তে), নজরুল ইসলাম (আনারস), বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি (চশমা), মো. মজিবুর হরমান  (ঘোড়া), মো. শাহজালাল (মটর সাইকেল)।
১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু তাহের (হাত পাখা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্ট নাজমুল হাসান (কাস্তে), আক্তারুজ্জামান খান (রজনী গন্ধ্যা), জামাল হোসেন (আনারস), আবুল কালাম আজাদ (মটর সাইকেল), আয়েত আলী (ঘোড়া), শাহজাহান মিয়া (চশমা), হাফেজ সাইসুল ইসলাম (অটোরিক্সা)।
১২নং বরকরই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম শিপন (নৌকা),  ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সোলাইমান (হাত পাখা), সামছুল আলম চৌধুরী রতন (ঘোড়া)।
১৩নং জোয়াগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জি. আব্দুল আউয়াল খান (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী  বিল্লাল হোসেন মজুমদার (হাতপাখা), আবু তাহের ভূইয়া (ঘোড়া), শাহেন শাহ মিয়া (আনারস), সাইফুল ইসলাম (মটর সাইকেল)।
১২টি ইউনিয়নের ১০৮টি সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৯৪জন প্রার্থী ও ৩৬টি সংরক্ষিত ওয়ার্ডে ১১৮টি জন নারী প্রার্থী প্রতীক পেয়েছেন। আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।