Published : Tuesday, 21 December, 2021 at 12:00 AM, Update: 21.12.2021 12:22:15 AM

আবুল
কালাম আজাদ: কুমিল্লা নগরীর দক্ষিণ রেইসকোর্স মফিজ উদ্দিন সড়কে অবস্থিত
মাদানী হিফজুল কোরআন স্কুল এন্ড মাদরাসা। প্রতিষ্টানটির হিফজ বিভাগ থেকে
৭জন শিক্ষার্থী এবছর হাফেজ হয়েছেন। গতকাল ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান
তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন
কাশেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো: আব্দুর রাজ্জাক কাশেমী, বিশেষ
অতিথি ছিলেন কাপ্তান বাজার ইসলামিক রিচার্জ সেন্টার জমিরিয়া মাদরাসার
মোহতামিম মুফতি মাওলানা মো: মনিরুল হক কাশেমী, আলোচনা রাখেন কুমিল্লার
খ্যাতিমান ওলামায়ে কেরামগণ। এছাড়া উপস্থিত ছিলেন নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি ফয়েজ আহমেদসহ সকল অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে
সভাপতিত্ব করেন মাদানী হিফজুল কোরআন স্কুল এন্ড মাদরাসার অধ্যক্ষ ও
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো: গোলামা সারোয়ার সরকার। অনুষ্ঠানের
প্রথম অধিবেশনে ৭জন হাফেজের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং
নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত, নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের মেধাবী
শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ২০২১ সনে
প্রতিষ্ঠানটি থেকে হিফজ সম্পন্ন করা ৭জন হাফেজকে মাথায় পাগড়ী প্রদান ও দোয়া
মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, কুমিল্লা নগরীর রেইসকোর্স
এলাকায় অবস্থিত মাদানী হিফজুল কোরআন স্কুল এন্ড মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে
সুনামের সহিত তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে
প্রতিষ্ঠানটি থেকে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের অভিভাবকদেরকে সম্মাননা
প্রদান করে গর্বিত করেছেন।
আমরা আশা করছি আগামী দিনেও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকপূর্ণ পরিবেশে এ সফলতা অব্যাহত থাকবে।