এবার জাপান ভাঙলো ভারতের স্বপ্ন
Published : Tuesday, 21 December, 2021 at 8:31 PM
প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। তখন অনেকেই বলেছিলেন ভারত-পাকিস্তানের আরেকটি দ্বৈরথ দেখা হলো না। কিন্তু কে জানতো, এই টুর্নামেন্টের ভাগ্যে লেখা হয়েছিল দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হবেই!
ফাইনালে উঠতে পারলো না কোনো দলই। দুই চিরশত্রুর দেখা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ হয়েছে জাপান।