Published : Tuesday, 21 December, 2021 at 12:00 AM, Update: 21.12.2021 12:22:25 AM

তানভীর দিপু:
কুমিল্লা
কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ৭ শত ৫০ জন বন্দীতে কোভিড-১৯ এর টিকা প্রদান
কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের টিকা
কার্যক্রম উদ্ধোধন করেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও
সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, সিনিয়র জেল সুপার শাহজান
হোসেন, জেলার মোঃ আসাদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র জেল
সুপার শাহজান হোসেন জানান, টিকার জন্য তিন হাজার কারাবন্দীদের তালিকা করা
হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭৫০ জনকে টিকা দেওয়া হবে। তাছাড়া নতুন আগতদেরও
টিকা দেওয়া হবে। পরবর্তীতে এ কার্যক্রম চলমান রাখা হবে। কারাগারে আসা-যাওয়া
সকল কারাবন্দিদের টিকার বিষয়টি নিশ্চিত করা হবে।
টিকা কাযক্রম
উদ্ধোধনকালে সাংসদ বাহার বলেন, রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি
জেলখানায় নির্যাতিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কারাগারগুলোকে
আধুনিকায়ন করছেন। কারাগারের জীবনমান আরো সুন্দর করে গড়ে তুলতে বিভিন্ন
যুগপোযোগি পদক্ষেপ গ্রহন করছেন। কুমিল্লা কারাগারের ছয় শ কোটি টাকার কাজ
চলছে। কারাগার এখন নির্যাতনের স্থান নয়। এটি সংশোধনাগার। এখান থেকে
পরিবর্তন হয়ে পরবর্তীতে সমাজের জন্য যেন কাজ করতে পারে সেজন্য কাজ করছে
সরকার। কুমিল্লার জেলা খানায় কয়েদিদের করোনা নিরাপত্তা দিতে তাদেরকেও সময়
মত করোনা টিকার আওতায় আনা হচ্ছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর
মোবারক হোসাইন জানান, কুমিল্লা কারাগারে গতকাল শুরতেই ৩ শ জন বন্দীকে টিকা
দেয়া হয়। আমরা চাহিদাসম্পন্ন কাউকেই টিকা ছাড়া রাখবো না। আমরা চিাই সাধারণ
মানুষ সবাই টিকার আওতায় আসুক।