বাঘের আক্রমণে ক্ষত-বিক্ষত জেলের মরদেহ ১২ ঘণ্টার পর উদ্ধার
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
১২ ঘণ্টা অভিযান শেষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে পায়রাটুলী খাল সংলগ্ন গহীন সুন্দরবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জাগো নিউজকে বলেন, ঘটনা জানার পর সোমবার সন্ধ্যা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সুন্দরবনের ভেতর থেকে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর সুন্দরবনে বাঘের হামলায় এ নিয়ে মোট চারজন বনজীবী নিহত হয়েছেন। এছাড়া বাঘের হামলায় আহত হন একজন। নিহতরা নতুন বন আইন অনুযায়ী ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।