ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিজের ‘জামাই’কে অধিনায়ক হিসেবে চান না আফ্রিদি
Published : Thursday, 23 December, 2021 at 1:19 PM
নিজের ‘জামাই’কে অধিনায়ক হিসেবে চান না আফ্রিদি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদির সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসাকে বিয়ে করতে চলেছেন শাহিন। ফলে পাকিস্তান দলের সিনিয়র আফ্রিদির জামাই হতে চলেছেন জুনিয়র আফ্রিদি।

শ্বশুর হিসেবে কিংবা অগ্রজ খেলোয়াড় হিসেবেই শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে দিয়েছেন শহিদ আফ্রিদি। এর পেছনে অবশ্য নিজের যুক্তিও দিয়েছেন মারকুটে অলরাউন্ডার ও লেগস্পিনার। তবে নিজের হবু স্ত্রীর বাবার কথা শোনেননি বাঁহাতি পেসার শাহিন, এরই মধ্যে নিয়েছেন অধিনায়কত্ব।

পাকিস্তানের সুপার লিগের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন। দলটির হয়ে ২০১৮ সাল থেকে খেলছেন এ তরুণ বাঁহাতি পেসার। এবারের আসরে সোহেল আখতারের জায়গায় নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সী শাহিন।

নিজের জামাইয়ের অধিনায়কত্বের ব্যাপারে শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি শাহিনকে বলেছি অধিনায়কত্ব নেওয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।’

তবে শাহিন অধিনায়কত্ব নেওয়ায় মোটেও নাখোস নন শহিদ আফ্রিদি। বরং তার অধিনায়কত্বে লাহোর ভালো খেললে খুশিই হবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’