ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই পাহাড়ে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট
নিরাপদ সড়ক ও নিরাপদ বাইকিংয়ের বার্তা
Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM, Update: 25.12.2021 1:33:28 AM
লালমাই পাহাড়ে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট তানভীর দিপু: সারাদেশ থেকে ৫শ’রও বেশি বাইকারের অংশগ্রহনে কুমিল্লার লালমাই পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট-সিজন সিক্স। নিরাপদ সড়ক ও নিরাপদ বাইকিংয়ের বার্তা ছড়িয়ে দিতে বাইকারদের এই মিলনমেলা। লালমাই পাহাড়ের চূড়ায়ই নিজস্ব তাবুতে একরাত ক্যাম্পিই এবং পর দিন আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার মাঝে তারা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা আদান প্রদান করবেন। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বাইকাররা তাদের নিরাপদে মোটরসাইকেল চালনা, ট্রাফিক আইন মানা, দেশ-বিদেশে বাইকিংয়ের উপযোগী বিভিন্ন তথ্য পুরোনোদের কাছে থেকে জানবেন।
কক্সবাজার থেকে আসা বাইকার সালাউদ্দিন হাসনাত জানান, সারাদেশ জুড়ে বাইক চালানোর কারনে বাইকার ভাইদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কুমিল্লার বাইকাররা সব বাইকারদের নিয়ে এমন একটি আয়োজন করে, যা আসলে সারাদেশের বাইকারদের জন্য আনন্দদায়ক। বানিজ্যিক চিন্তা না করে এমন ভাতৃত্ববোধ তৈরী করায় কুমিল্লার বাইকার গ্রুপকে ধন্যবাদ।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদের মোটরসাইকেল নিয়ে শুক্রবার দিনব্যাপি হাজির হয়েছেন ক্যাম্পিং গ্রাউন্ডে। পাশাপাশি নিজেদের তাবু তৈরী করে থাকার ব্যবস্থা করেছেন একরাত। লালমাই পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ এবং একই সাথে অনেক পরিচিত-অপরিচিত মানুষের সমাবেশের মধ্য দিয়ে একটি ভাতৃত্ববোধের আলাদা প্ল্রাটফর্ম গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করেন। আয়োজকদের মধ্যে অন্যতম সাইফুল ইসলাম, শাহ জামাল,  মালেক খসরু উষা, মাসুম মোস্তফা সহ অন্যান্যরা।    
কুমিল্লায় বাইকারদের এই আয়োজনের উদ্যোক্তা সাইফুল ইসলাম ও শাহ জামাল বলেন, কুমিল্লায় ষষ্ঠবারের মত এই আয়োজন। আয়োজনে সারা দেশ থেকে বাইকাররা অংশগ্রহন করে কুমিল্লার ঐতিহ্য সম্পর্কে জানে, কুমিল্লার আতিথেয়তা গ্রহন করে। এটাতেই আমরা খুশি।তাদের কাাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করাই মূল লক্ষ্য। লালমাই পাহাড়ে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট
এছাড়া এই ক্যাম্পিংয়ের অন্যতম উদ্যোক্তা মালেক খসরু উষা জানান, আমরা মূলত নিরাপদ সড়ক ও নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন করেছি। এছাড়াও বাইকারদের জন্য এখানে তাবুতে রাত্রিযাপনের ব্যাবস্থাসহ বিভিন্ন গেইম শো থাকছে। আশা করছি প্রতি বছরই এই আয়োজন করতে পারবো।
আয়োজকদের একজন মোস্তফা জানান, আমাদের এই ক্যাম্পিইংয়ে অংশ নেয়া অনেক বাইকার আছে যারা দেশ-বিদেশে অনেক বেশি ঘুরোঘুরি করেছে। তাদের কাছে বাইকের পার্টস বা পার্টসের বিভিন্ন সঠিক ব্যবহার সম্পর্কেও জানা সম্ভব।