Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM, Update: 25.12.2021 1:34:20 AM
জহির
শান্ত: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী
আমির হোসেন বলেছেন, অধ্যক্ষ আফজল খান সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ
করেছেন চলেছেন। বঙ্গবন্ধু তাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রধানমন্ত্রী শেখ
হাসিনাও তাকে খুব ভালোবাসতেন। আফজল খান একটি ইতিহাস। আওয়ামী লীগের একজন
ত্যাগী নেতা, তিনি কখনো পথভ্রষ্ট হননি। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের
জন্য নিবেদিতপ্রাণ। সবসময় কুমিল্লার উন্নয়নের কথা বলতেন আফজল খান।
গতকাল
কুমিল্লা টাউন হল মাঠে বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান স্মরণে
আয়োজিত নাগরিক শোক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্মৃতিচারণ করে বক্তব্য
রাখতে গিয়ে আমির হোসেন আমু এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা
বলেন, আফজল খানের সাথে আমার প্রথম পরিচয় হয় ১৯৬৫ সালে, কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজে। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্যবার আমরা আন্দোলন-সংগ্রাম করেছি।
আফজল আমার বিশ্বস্থ সহকর্মী ও প্রিয়ভাজন। তার এ চলে যাওয়া আমাকে ব্যথিত
করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফজল খানকে অত্যন্ত স্নেহ
করতেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাও তাকে ভালোবাসতেন। তার বাসায়
আমরা নেত্রীসহ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চারদিন অবস্থান করেছিলাম। সেখান
থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতেন। প্রধানমন্ত্রী আফজলকে ভালোবাসতেন
বলেই তিনি সীমাকে এমপি বানিয়েছেন।
কুমিল্লার প্রতি আফজল খানের
অসীম টানের কথা উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, আফজল সবসময় কুমিল্লার
উন্নয়নের কথা বলতেন। ঢাকায় আসলে যখনি প্রধানমন্ত্রীর সাথে দেখা হতো- তখনি
কুমিল্লার উন্নয়নের কথা বলতেন। কুমিল্লাকে তিনি অনেকদূর এগিয়ে নিতে
চেয়েছিলেন। আফজল খানের আদর্শ সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।