ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আখাউড়ায় দুদিন আমদানি-রপ্তানি বন্ধ
Published : Saturday, 25 December, 2021 at 11:04 AM
আখাউড়ায় দুদিন আমদানি-রপ্তানি বন্ধব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে শনিবার থেকে রোববার পর্যন্ত এ দুদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

অন্যদিকে আগামীকাল রোববার চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন ও চতুর্থধাপে আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি দুই দেশের ব্যবসায়ীরা আগেই অবিহিত রয়েছে।

আগামী সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।