কলিং এ কিছু ইম্প্রুভমেন্ট আনার পরে এবার ভয়েস কলের ইন্টারফেসকে নতুন করে উপস্থাপনের জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ।
ডব্লিউএবিটাইনফোতে দেওয়া একটি স্ক্রিনশটে দেখা যায় হোয়াটসঅ্যাপ তার ভবিষ্যৎ আপডেটে নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস আনতে যাচ্ছে যেটা আধুনিক এবং সুগঠিত।
এটি গ্রুপ কলে আরও আকর্ষণীয় বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ইন্ডিয়াটিভিনিউজ। সংবাদ মাধ্যমটি জানায়, এটি আপাতত আইওএসের জন্য হলেও ভবিষ্যতে তা অ্যান্ড্রয়েডেও আসবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আপাতত ভারতে ভয়েস ম্যাসেজ প্রিভিউ অপশন চালু করেছে। এছাড়া প্রাইভেসি আপডেটেও আনা হয়েছে আরও উন্নয়ন। সব মিলিয়ে ধারাবাহিকভাবে বেশ নতুন আঙ্গিকেই উপস্থাপন করা হচ্ছে জনপ্রিয় এই অ্যাপকে।