বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে হেেেরই যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ (শনিবার) নেপালের বিপক্ষে ৩-০ সেটে হেরেছে স্বাগতিক মেয়েরা।
আগের দুই ম্যাচে কিরগিজস্তান ও উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরে যায় পান্না-ডলিরা।
আজ প্রথম সেটে নেপালের কাছে বাংলাদেশ হারে ২৫-৫ ব্যবধানে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও হার মানে ২৫-১৫ পয়েন্টে। তৃতীয় সেটে মেয়েদের খেলায় আরেকটু উন্নতি হয়। তবে ২৫-১৭ পয়েন্টে সেটের সঙ্গে ম্যাচও হারে স্বাগতিকরা।
টানা তিন হারের পর বাংলাদেশ কোচ মফিজুল ইসলাম বলেছেন, ‘আগের চেয়ে মেয়েদের খেলায় অনেক উন্নতি হয়েছে। গত এসএ গেমসে আমরা নেপালের কাছে যেভাবে হেরেছি, এবার তার চেয়ে বেশি পয়েন্ট পেয়েছি। দীর্ঘদিন মেয়েরা খেলার মধ্যে ছিল না। এই টুর্নামেন্টের আগে আমরা মাত্র দেড় মাস অনুশীলন করেছি। বাকি ম্যাচগুলোয় খেলার আরও উন্নতি হবে।’