ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্তে পাইলট নিহত
Published : Saturday, 25 December, 2021 at 4:44 PM
ভারতে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্তে পাইলট নিহতভারতের রাজস্থানে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১ বাইসন। 

বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।
বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান পেয়েছিলেন ভারতীয় বিমান সেনারা। 

রাজস্থানে এ নিয়ে গত ৮ বছরে ৭টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

আশেপাশের গ্রামবাসীদের মতে, বিমানটিতে আকাশেই আগুন ধরেছিল, তারপরে এটি বিস্ফোরিত হয়ে মাটিতে ভেঙে পড়ে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার কাছেই নিম্বা গ্রাম। এখানে গোলাম রসুল নামে একজন বাসিন্দা জানান, উড়ন্ত বিমানে আগুন লাগার পরপরই বিস্ফোরণে এটি নীচে ভেঙে পড়ে।  

পরে সেনাবাহিনী গোটা এলাকা নিজেদের দখলে নেয়। এরপর কালেক্টর আশিস মোদি, এসপি অজয় সিং, ফায়ার ব্রিগেডের টিম এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গণমাধ্যমে প্রকাশ, ঘটনাস্থলে পাওয়া লাশের পোশাকে থাকা নেমপ্লেটও পুড়ে গেছে। মনে করা হচ্ছে, উইং কমান্ডার হর্ষিত সিনহা আগুনের কারণে বেরোতে পারেননি।   

এর আগে চলতি বছরের আগস্টে রাজস্থানের বাড়মেরে একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়। এটি ফাইটার জেট ট্রেনিং ফ্লাইট ছিল। উড্ডয়নের পর তাতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং বিমানটি একটি ঝুপড়িতে ভেঙে পড়ে।

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রাণ হারিয়েছেন।