ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে মারা যাওয়া মা ও মেয়ের মরদেহ দাফন করা হয়েছে একই কবরে। তবে পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবেই তাদের দাফন করা হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বরগুনার পোটকাখালী গণকবরে অজ্ঞাতদের দাফন করা হয়। এ সময় ওই মা ও মেয়ের মরদেহও দাফনের জন্য আনা হয়। তাদের বহনকারী কফিনে লেখা ছিল নারী ও শিশুর মরদেহ। তারা জড়িয়ে ধরা অবস্থায় ছিল বলে জানা গেছে।
স্কাউটসের সদস্য সাইফ মাহমুদ বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে এমন নির্মম পরিস্থিতি আগে কখনো দেখিনি। এক কবরে মা ও মেয়েকে দাফন করতে হলো। জীবনে প্রথম এমন এক করুণ ও দুর্বিষহ পরিস্থিতির সাক্ষী হলাম।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। আমরা ধারণা করেছি ওই কফিনে মা ও তার মেয়ের মরদেহ রাখা। যেহেতু তাদের পরিচয় শনাক্ত হয়নি তাই এক কবরেই দাফন করা হয়েছে।