Published : Tuesday, 28 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 11:46:19 PM
গত
সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
১২ জন। তাদের মধ্যে পুরুষ আট জন আর নারী চার জন। এই ১২ জনের মধ্যে ১১ জনই
করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেননি। সেইসঙ্গে তাদের মধ্যে সাত জনই
আগে থেকে অন্য রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য
অধিদফতর করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির সাপ্তাহিক বিশ্লেষণে এ তথ্য জানায়।
অধিদফতর
জানায়, গত সপ্তাহে মারা যাওয়া ১২ জনের মধ্যে ১১ জনই করোনা প্রতিরোধী টিকা
নেননি, অর্থাৎ ১২ জনের মধ্যে শতকরা ৯১ দশমিক সাত শতাংশই টিকা নেননি। বাকি
একজন দুই ডোজ টিকাই নিয়েছিলেন।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১২ জনের
মধ্যে সাত জন নানা রোগে আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চ
রক্তচাপে আক্রান্ত ছিলেন শতকরা ১০০ শতাংশ মানুষ। এরপর রয়েছে ডায়াবেটিস, এতে
আক্রান্ত ছিলেন ৭১ দশমিক চার শতাংশ এবং হৃদরোগ, কিডনি রোগ ও নিউরোলজিক্যাল
অসুখে আক্রান্ত ছিলেন ১৪ দশমিক তিন শতাংশ।