নৌকাসহ এক ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন
Published : Wednesday, 29 December, 2021 at 12:00 AM
চতুর্থ ধাপে দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়ে জামানত হারাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শরীফ উদ্দিন আহমেদ। শুধু তিনিই নন, ওই ইউনিয়নে জামায়াত বাজেয়াপ্ত হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ছয় চেয়ারম্যান প্রার্থীর। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
কাহারোল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বলেন, ‘কোনও প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তার জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে জামানত বাজেয়াপ্ত হওয়ার অর্থ খুব বেশি নয়, মাত্র পাঁচ হাজার টাকা।’
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর দিনাজপুরের তিন উপজেলার মোট ২১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার ছিল ২১ হাজার ৫৮ জন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৯ কেন্দ্রে ১৭ হাজার ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জামানত টিকিয়ে রাখতে হলে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এক হাজার ৪৩৬ ভোট পেতে হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শরীফ উদ্দিন আহমেদ পেয়েছেন ৭০৩ ভোট। জামানত হারানো বাকি পাঁচ চেয়ারম্যান প্রার্থী হলেন- টেবিল ফ্যানের দেবদত্ত রায় (প্রাপ্ত ভোট ৮৭), টেলিফোনের আবু রায়হান (প্রাপ্ত ভোট ২২৪), মোটরসাইকেলের নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৩), চশমার বেলাল হোসেন (প্রাপ্ত ভোট ২৮) ও লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মনির হোসেন খান (প্রাপ্ত ভোট ৫৭)।
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মতিয়ার রহমান পেয়েছেন পাঁচ হাজার ৪৫ ভোট।