Published : Tuesday, 28 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 11:47:18 PM
দেশে
গত এক সপ্তাহে কোভিডে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের
তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪
ঘণ্টায় দেশে ৩৭৩ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ১
জনের।
গত এক সপ্তাহে দেশে মোট ২ হাজার ১৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে,
যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৫৮ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর
সংখ্যা বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
আর গত সাত দিনে মারা গেছেন আরও ১২ জন,
আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে
মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ কমেছে।
এই ১২ জনের মধ্যে ৭ জনেরই কোনো না কোনো
ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি
১০০ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৭১ দশমিক ৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।
রোববার
সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা
পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ৪ জনের। সোমবার
মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে।