ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের কার্যকরি কমিটি গঠন
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:07:55 AM
রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের কার্যকরি কমিটি গঠনবশিরুল ইসলাম: রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলমকে প্রেসিডেন্ট ও রোটারিয়ান এডভোকেট স্বর্ণ কমল নন্দী (পলাশ) কে সেক্রেটারী  করে রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের বোর্ড অব ডিরেক্টর বা কার্যকরি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অন্যন্য সদস্যরা হলেন, আইপিপি রোটারিয়ান তাপস কুমার পাল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আশরাফুল ইসলাম মজুমদার (আরিফ) আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট-১ রোটারিয়ান আবদুস সালাম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান মো: জাহাঙ্গীর হোসেন, ভাইস প্রেসিডেন্ট-৩ রোটারিয়ান মোহাম্মদ আনোয়ার হোসেন মজুমদার পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী-১ রোটারিয়ান মো: আমিরুল ইসলাম আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী-২ রোটারিয়ান ফয়সাল আহমেদ, ট্রেজারার রোটারিয়ান ডা. মো: হাসান মহিউদ্দিন ইভান, ডিরেক্টর মোহাম্মদ হেদায়েত উল্লা পিএইচএফ,  ডিরেক্টর রোটারিয়ান আব্দুল হান্নান ভূইয়া, ডিরেক্টর পিপি রোটারিয়ান মো: শাহ আলম মজুমদার পিএইচএফ, ডিরেক্টর পিপি রোটারিয়ান মো: রাসেদুজ্জামান পিএইচএফ, ডিরেক্টর রোটারিয়ান কামাল হোসেন, সার্জেন্ট এট আর্মস পিপি রোটারিয়ান মো: মোহাসিন উজ্জামান পিএইচএফ,  জয়েন্ট  সার্জেন্ট  এট আর্মস রোটারিয়ান শাহ আলম, বুলেটিন এডিটর পিপি রোটারিয়ান মো: সাদেকুর রহমান পিএইচএফ, ক্লাব ট্রেইনার পিপি রোটারিয়ান এডভোকেট মো: আকতার হোসেন আরএফএসএম প্রমুখ।