ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:07:58 AM
শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণগতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী উদযাপন করা হয়। কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয়ের বরাদ্দকৃত কম্বল সাবেক জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ এর মাধ্যমে কুমিল্লা জেলার সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণের ২ দিনের এই কর্মসূচি উদবোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ইউনিয়ন এবং মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড এর মুক্তিযোদ্ধা নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস এর ব্যাপারে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবেদন এর আহবান জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের মাঝে আসতে পেরে আমি খুবই আনন্দিত, জেলা প্রশাসনের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস প্রদানের মাধ্যমে গৃহহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। যাদের জায়গা আছে কিন্তু ঘর নির্মাণের মতো সামর্থ নেই তাদের আবেদন মাঠ পর্যায়ে সঠিক তদন্তের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য যে, কুমিল্লার ১৭ উপজেলায় প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মুক্তিযোদ্ধাদের জন্য কম্বল বিতরণ করেন।