Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:08:02 AM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মোশারেফ হোসেন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শোকরানা মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুরের আলা হযরত পীর সাহেব কেবলা শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা ফররুখ চেয়ার সিদ্দিকী আল কোরাইশী।
কাশিনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, কাশিনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন,
ছুপুয়া ছফরিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী শহীদ উল্যাহ, সাবেক অধ্যক্ষ মাওলানা বাহারুল আনাম তালুকদার, কাশিনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নূরী, গুনবতী মাদ্রাসার প্রভাষক মাওলানা আবদুল জলিল প্রমুখ।
কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, সহ-দফতর সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কাশিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোশারেফ হোসেন বিপুল ভোট জয়লাভ করেন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে একমাত্র কাশিনগর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোশারেফ হোসেন কে ২৬ডিসেম্বর রাত থেকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচছা জানান। গত ৫বছরে নিজের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে ইউনিয়নবাসীর সেবা করেছি বলেই ২৬ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে প্রিয় ইউনিয়নবাসী প্রতিদান দিয়েছেন বলে চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন। আগামী দিনেও তিনি ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।