ভোট কেন্দ্রের পাশ থেকে অস্ত্র উদ্ধার, আটক ৮
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM
কুমিল্লার
হোমনায় চান্দেরচর ইউনিয়নের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের পাশ থেকে দেশীয়
অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আটজনকে আটক করা
হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চান্দেরচর সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অপরদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে এক মেম্বার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনে
দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ বলেন, ‘নির্বাচন
চলাকালীন সময়ে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী রমিজ উদ্দিনের (তালা) কাছ
থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্গণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা
হয়েছে।’
এর আগে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুমিল্লার হোমনা উপজেলার সবগুলো
ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে
উপজেলার চান্দেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা
হয়।