ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্থগিত কেন্দ্রে পুন:ভোট
হোমনার চান্দেরচরে আওয়ামী লীগ ও বরুড়ার ঝলমে স্বতন্ত্র প্রার্থী জয়ী
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:09:20 AM
 হোমনার চান্দেরচরে আওয়ামী লীগ ও বরুড়ার ঝলমে স্বতন্ত্র প্রার্থী জয়ীস্টাফ রিপোর্টার: গতকাল কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর এবং বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের স্থগিত ভোট কেন্দ্রে পুন:ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, চান্দেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক এবং বরুড়া ঝলম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
আমাদের বরুড়া প্রতিনিধি জানিয়েছেন, উপজেলা ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী স্থগিত ভোট কেন্দ্রে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম ৬৩৬ ভোট পেয়েছেন। পুর্বে নুরুল ইসলাম ৭৬৩ ভোটে এগিয়ে ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল বাতেন এর চেয়ে। আবদুল বাতেন ৭১৫ ভোট পেয়েছেন। বেসরকারি ভাবে মোঃ নুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কঠিন নিরাপত্তার মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অপরদিকে হোমনার চান্দের চর ইউনিয়নে স্থগিত কেন্দ্রে সুষ্ঠ ভোট শেষে নৌকা ৭৪৭, আনারস ৮১০ ভোট। পূর্বের ফলাফলে নৌকা ১৩শ' ৭৭ভোটে এগিয়ে ছিলো। ফলে ওই ইউপি থেকে নৌকার প্রার্থী মোজাম্মেল হক বিজয়ী হন।