Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM, Update: 04.01.2022 12:28:23 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৫জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২ জানুয়ারী) থেকে সোমবার (৩ জানুয়ারী) পর্যন্ত দুই দিনে ওই পাঁচজনকে সাজা প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা
হলেন- চান্দিনার মন্থেরহাটখোলা গ্রামের আব্দুল খালেক এর ছেলে তাজুল ইসলাম,
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তুলপাই গ্রামের সোলাইমান এর ছেলে মো. সোহেল,
চান্দিনার সাকোজ গ্রামের আহম্মেদ আলীর ছেলে ইব্রাহীম খলিল, চান্দিনার
গণিপুর গ্রামের মোবারক হোসেন এর ছেলে আমির হোসেন ভূইয়া, বরকরইট গ্রামের
নাজমূল ইসলাম এর ছেলে জাকির হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে উত্তেজনা পরিবেশ সৃষ্টি চেষ্টার লিপ্ত থাকার
অভিযোগে ওই পাঁচজনকে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। তাদের মধ্যে একজনের
১৫দিনের বাকি ৪জনের ১ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে
বলেন, পাঁচজনের সাজা দেওয়ার বিষয়টি আমার কাছে তথ্য আছে। বাকি তথ্য আমার
কাছে নেই।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার
জানান, জেলা প্রশাসক কার্যালয়ের অনেক ম্যাজিস্ট্রেট এসেও জেল জরিমানা
করছেন। তবে কোন ম্যাজিস্ট্রেট কাকে সাজা ও জরিমানা দিয়েছেন তার তথ্য আমার
কাছে নেই।