বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৪ জানুয়ারি মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পির সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাউসার দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারওয়ার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, সদ্য নির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক ঠিকাদার, চান্দলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এডভোকেট জাহানারা বেগম, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোহাম্মদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদ আলী হায়দার, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান চৌধুরী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।