ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তানভীর দিপু
Published : Tuesday, 4 January, 2022 at 1:44 PM, Update: 04.01.2022 3:09:28 PM
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিতকুমিল্লা মহানগর ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, কেক কাটা ও আলোচনাসভা। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুমিল্লা শহরের রামঘাটস্থ দলীয় কার্যালয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিহানুক, নাঈমুল হক হিমেল, নুর মোহাম্মদ সোহেল, কাজী সায়েম নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতা আবিদুর রহমান জাহাঙ্গীর, আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভোমিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এরপর একটি বর্ণাঢ্য বিশাল মিছিল কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কুমিল্লা মহানগর ছাত্রলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এই ছাত্র সংগঠন।