কুবিতে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কলা ও মানবিক অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে “ঞবধপযরহম, খবধৎহরহম ধহফ উড়রহম জবংবধৎপয’’ শীর্ষক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান এবং বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. তপন কুমার বাগচী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নীরব, নিভৃত ও মধুরতম সাধনা হচ্ছে রিসার্চ। যে যত বেশি কানেক্টেড হতে পারে, গভীরে যেতে পারে সে তত বেশী সাহিত্যিক হতে পারে। পাহাড় বেষ্টিত নীরব, নির্মল, স্নিগ্ধ বাতাসের জায়গা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনারা গবেষণায় আরও বেশি মনোযোগী হোন। তিনি আরও বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয় রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন মিশনকে লক্ষ্য রেখে আইকিউএসি ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। আমরা যারা শিক্ষক তাদের জন্য গবেষণা ও প্রশিক্ষণ এখন সময়োপযোগী বিষয়।
অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।