অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM
অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নগরের খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয়।
রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন। এতে চারজন দখলদারের কাছ থেকে এ জায়গা দখলমুক্ত করে রেলওয়ে। রেলওয়ের দশমিক ৭ একর জায়গা দখলমুক্ত করা হয়।
মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে চার ব্যক্তি গ্যারেজ নির্মাণ করার অভিযোগ ছিল। আজ ওই এলাকায় সরেজমিনে গিয়ে গ্যারেজের অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এতে রেলওয়ের দশমিক ৭ একর জায়গা দখলমুক্ত হয়।
তিনি আরও বলেন, যেখানে রেলওয়ের জায়গা দখল করা হবে সেখানেই আমাদের এ অভিযান পরিচালিত হবে?