এমন জয় আমরা চিন্তাই করতে পারিনি: তাসকিন
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM
দলে
নেই সাকিব আল হাসানের মত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। নিউজিল্যান্ডের
মাটিতে যার সবচেয়ে ভালো খেলার অভিজ্ঞতা। অথচ সেই সাকিব আল হাসানকে ছাড়াই
নিউজিল্যান্ডের মাটিতে ৮ উইকেটের অসাধারণ এবং ঐতিহাসিক এক জয় পেয়েছে
বাংলাদেশ।
যে দেশটিতে একটি ড্র করারও রেকর্ড নেই টাইগারদের, যেখানে ড্র
করাটাও জয়ের সামিল, সেখানে এমন অসাধারণ জয়কে তো অবিশ্বাস্য বলাই যায়।
বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ বলেই দিলেন এটা অবিশ্বাস্য, দলের সেরা
সাফল্য।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের সঙ্গে বোলিংয়ে দুর্দান্ত
সাফল্য দেখিয়েছেন তাসকিন আহমেদও। এবাদত নিয়েছেন ৬ উইকেট। আর তাসকিন নিলেন ৩
উইকেট। তাসকিনের বোলিংটাও কোনো অংশে কম নয় বাংলাদেশের এই জয়ে।
ঐতিহাসিক
জয় শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন আহমেদ বললেন, ‘অবিশ্বাস্য! এটা
আমাদের জন্য সবচেয়ে বড় একটি অর্জন। এশিয়ার বাইরে আমাদের প্রথম জয় (মূলত এ
তথ্য ভুল। এশিয়ার বাইরে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মাটিতেও জয়ের রেকর্ড
রয়েছে বাংলাদেশের)।’
ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টেস্টে
হারিয়েছে বাংলাদেশ। দেশের টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে ঐ দুটো অন্যতম সেরা
জয়। কিন্তু দেশের বাইরে, নিউজিল্যান্ডের মাটিতে যেখানে উপমহাদেশের সবগুলো
দলই খাবি খায়, হেরে যায় একের পর এক, যেখানে গত ১১ বছর এশিয়ার কোনো দেশ
জিততে পারেনি, সেখানে বাংলাদেশের এই জয় অবিশ্বাস্যই বটে।
তার ওপর,
নিউজিল্যান্ড হলো টেস্টে এখন বিশ্বের এক নম্বর দল, সর্বশেষ বিশ্ব টেস্ট
চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। যে কারণে, এমন জয় চিন্তাই করতে পারেননি
বাংলাদেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ যেমনটা বলছিলেন, ‘আমরা এই জয়
সম্পর্কে চিন্তাই করতে পারিনি। তবে আমরা প্রক্রিয়াটা ঠিক রেখেছি। আমরা
নিজেদের যা সামর্থ্য আছে তার ১১০ ভাগ ঢেলে দিয়েছি। দলের সবার এমন সহযোগিতা
সত্যিই অসাধারণ।’ যে কোনো ফরম্যাটে নিউজিল্যান্ডে এটাই প্রথম জয়
বাংলাদেশের। তাসকিনও সেটা মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘সাধারণ
নিউজিল্যান্ডে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। আর এটাই হলো আমাদের প্রথম জয়।’