ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার তিন উপজেলার ২৫ ইউপিতে ভোট আজ
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM, Update: 05.01.2022 12:34:39 AM
কুমিল্লার তিন উপজেলার ২৫ ইউপিতে ভোট আজতানভীর দিপু: উত্তেজনা আর উৎকন্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট, চান্দিনা ও লালমাইয়ের ২৫টি ইউনিয়নে নির্বাচন।  ভোট সুষ্ঠ এবং নিরপেক্ষ করার লক্ষ্যে এসব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৪ জন ম্যাজিষ্ট্র্যট। এই ধাপে ৩ উপজেলায় ২৫ টি ইউনিয়নে ১৫৪ টি ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে আইনশৃঙ্খলার বাহিনীর তিন সহস্রাধিক সদস্য মাঠে নিয়োজিত থাকবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার তিনটি উপজেলার মধ্যে নাঙ্গলকোটের আটটি ইউনিয়ন, লালমাই উপজেলার ৫টি ও চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন বাঙ্গড্ডা, পেরিয়া, মৌকারা, মক্রমপুর, হেসাখাল, ঢালুয়া, বক্সগঞ্জ ও সাতবাড়ীয়া ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এ আটটি ইউনিয়নে ভোট কেন্দ্রে রয়েছে ৭৪টি ও ভোটার আছেন এক লক্ষ ৪৭ হাজার ১৪০ জন। লালমাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ভূলইন উত্তর, ভূলইন দক্ষিন, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিন ও পেরুল দক্ষিন ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এ পাঁচটি ইউনিয়নে ৪৬টি কেন্দ্র ও ৮০ হাজার ৪৬জন ভোটার রয়েছে। এছাড়া চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়ন সুহিলপুর, বাতাঘাসি, মাধাইয়া,
কেরনখাল, বাড়েরা, এতবাদপুর, বরকইট, মাইজখার, গল্লাই, দোল্লাই নবাবপুর, বরকরই ও জোয়াগ ইউনিয়নে ভোটে হচ্ছে আজ। এ ১২টি ইউনিয়নে ১১৫ টি ভোট কেন্দ্র ও দু লক্ষ ২৪ হাজার ৬১৪জন ভোটার রয়েছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে ঘটনা হামলা, ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা। অনেকে মানছেন না নির্বাচনী আচরনবিধি। চান্দিনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৫জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তাছাড়া চান্দিনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে প্রশাসন। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা এর অফিস সহকারি মোস্তফা কামাল মুন্সি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামী করে চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন। নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও নৌকা প্রতিকের কাযালয় ভাংচুরের অভিযোগ করেন
নৌকা প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর আলম। এ নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা জানান, তিনটি উপজেলার ২৫টি ইউনিয়নে সুন্দর ও সুষ্ঠ নির্বাচন করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিন উপজেলায় ১৫৪টি ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চান্দিনা ৭৩টি, নাঙ্গলকোট ৫৮টি ও লালমাইয়ে ২৩টি । তিন উপজেলায় জেলা পুলিশের ১৮০০ সদস্য, র‌্যাবের ১২০ সদস্য ও বিজিবির ২২০ সদস্যসহ অন্যান্য বাহিনী নিয়োজিত আছে। এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম বলেন, সুন্দর নির্বাচন করতে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। চারস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে।