ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে রোগী ৭০০ ছাড়ালো
শনাক্তের হার ৩.৯১ শতাংশ
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM, Update: 05.01.2022 12:29:20 AM
একদিনে রোগী ৭০০ ছাড়ালোগত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এর আগে গত বছরের ৬ অক্টোবর একদিনে শনাক্ত ছিল ৭০৩ জন। এরপর আর শনাক্তের সংখ্যা ৭০০ পার হয়নি। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৮৭ জন এবং মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৭৪০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৮৩৮টি। এখন পর্যন্ত এক কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ৩ জন এবং রাজশাহীতে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।