চালু হচ্ছে দুদকের আরও ১৪ অফিস
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ আরও গতিশীল করতে সারাদেশে কমিশনের অফিস বাড়ানো হচ্ছে। বর্তমানে ২২টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে। আরও ১৪টি কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এতে সারাদেশে কার্যালয়ের সংখ্যা হবে ৩৬টি। দুদক সূত্রে এই খবর জানা গেছে।
সূত্র জানায়, রাঙ্গামাটি জেলাকে সঙ্গে নিয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয় গত ২ জানুয়ারি। কার্যালয়টি উদ্বোধন করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
জানা গেছে, কমিশন পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, গাজীপুর-নরসিংদী, মাদারীপুর-শরীয়তপুর, গোপালগঞ্জ-কিশোরগঞ্জ, জামালপুর-শেরপুর, নওগাঁ-জয়পুরহাট, কুড়িগ্রাম-লালমনিরহাট, চাঁদপুর-লক্ষ্মীপুর, বাগেরহাট-সাতক্ষীরা, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও পিরোজপুর-ঝালকাঠিতে সমন্বিত জেলা কার্যালয় স্থাপন করা হবে।
মঙ্গলবার দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক সাংবাদিকদের বলেন, 'কমিশনের নতুন নতুন কার্যালয় স্থাপনের ফলে দুর্নীতিবাজদের ধরা এবং আইনের আওতায় আনা সহজ হবে। জনগণ-দুদকের দূরত্ব কমে আসবে। সহজে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে। দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।'
তিনি আরও বলেন, 'দুদক কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয় না, ভবিষ্যতেও দেবে না।'