
কুমিল্লার তিন উপজেলার ২৫ ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার চান্দিনা, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার মোট ২৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। শীতের কুয়াশা ভেদ করে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিলো ভোটারদের উপচে পড়া ভিড়। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে একে-একে ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন তারা। তবে ভোট চলাকালে চান্দিনা, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।ভোট চলাকালে নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্র ও এর বাইরে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।