ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোভিড টিকার চতুর্থ ডোজে ‘অ্যান্টিবডি বাড়ে ৫ গুণ’
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM
কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর ওই ডোজটি মানুষের শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৫ গুণ বাড়ায় বলে এক গবেষণার প্রাথমিক ফলাফলের বরাত দিয়ে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
“চতুর্থ ডোজ দেওয়া শুরু হওয়ার পর এক সপ্তাহে, আমরা উচ্চ মাত্রার নিশ্চয়তাসহ জেনেছি যে চতুর্থ ডোজ শরীরের জন্য নিরাপদ,” মঙ্গলবার ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানে বেনেট এ কথা বলেন।
ইসরায়েলজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সেবা মেডিসেকল সেন্টার নিজেদের কর্মীদের মাঝে পরীক্ষামূলক দ্বিতীয় বুস্টার ডোজ দিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“খবরের দ্বিতীয় অংশ হচ্ছে: আমরা জেনেছি যে চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর আমরা টিকা দেওয়া ব্যক্তির অ্যান্টিবডির সংখ্যা ৫ গুণ বাড়তে দেখেছি,” সাংবাদিকদের বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
অ্যান্টিবডি বাড়ায় তা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও গুরুতর লক্ষণের বিরুদ্ধে প্রতিরোধ বাড়াবে বলেও মনে করছেন বেনেট।
কোভিড-১৯ টিকার প্রভাব নিয়ে গবেষণায় ইসরায়েল নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে; বছরখানেক আগেই তারা জনসংখ্যার বেশিরভাগ অংশকে টিকার দুই ডোজ দিয়ে দিয়েছে; বিশ্বের যে দেশগুলো সবার প্রথমে নাগরিকদের বুস্টার বা তৃতীয় ডোজ দিয়েছে ইসরায়েল তার মধ্যেও আছে।
দেশটি এখন ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন রোগীদের টিকার চতুর্থ ডোজ দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, অন্যদের বুস্টার ডোজ পাওয়ার আগে বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া উচিত।
২৭ ডিসেম্বর থেকে সেবা মেডিকেল সেন্টার ৪-৫ মাস আগে তৃতীয় ডোজ নেওয়ার পর অ্যান্টিবডির মাত্রা অনেক নেমে গেছে এমন দেড়শ স্বাস্থ্যকর্মীকে ফাইজার ও বায়োএনটেকের চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে।
চলতি সপ্তাহ থেকে অন্য এক গ্রুপকে চতুর্থ ডোজ হিসেবে মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে, বলেছে তারা।
চতুর্থ ডোজ পাওয়া কয়েকজন এখন পর্যন্ত যেসব হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছেন, তার সঙ্গে তৃতীয় ডোজের পর দেখা দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন কোনো পার্থক্য নেই।
এসব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আছে ব্যথা, জ্বর, মাথাব্যথা, বলেছে হাসপাতালটি।
গত বছরের নভেম্বরে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর দ্রুত এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, এখন পর্যন্ত অন্তত ১২৮টি দেশে ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে বলে দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যউপাত্ত।
ওমিক্রনের কারণে রোগী শনাক্ত হওয়ার পরিমাণ আগের রেকর্ড ভেঙে ফেললেও হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার মহামারীর অন্যান্য পর্যায়ের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত একমাসে দেশটিতে দৈনিক শনাক্ত ১০ গুণের বেশি বেড়েছে; গুরুতর অসুস্থতাও বেড়েছে, তবে অনেক ধীরগতিতে।
দেশটি ৯৪ লাখ জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের পূর্ণাঙ্গ টিকাদান শেষ হয়েছে।
অনেক গবেষকের ধারণা, ওমিক্রন যদি অ্যান্টিবডির সুরক্ষা টপকে যায়ও, তবুও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, প্রতিরোধের দ্বিতীয় সারিতে থাকা টি-সেলগুলো ভ্যারিয়েন্টটিকে শনাক্ত এবং সেটির বিরুদ্ধে লড়তে পারঙ্গম, যা ওমিক্রনে আক্রান্ত বেশিরভাগ মানুষের গুরুতর অসুস্থতা ঠেকিয়ে দেয়।