ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিতীয় ধাপের সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে চলমান কর্মসূচির দ্বিতীয় ধাপের শিডিউল ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে এই শিডিউল গণমাধ্যমে পাঠানো হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শিডিউল তৈরি করেন।
দলের সূত্র জানায়, জেলা পর্যায়ে সমাবেশ শেষ হওয়ার পরই উপজেলা পর্যায়ে কর্মসূচি নেবে বিএনপি।
আগামী ১২ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপের সমাবেশ শুরু করবে বিএনপি। এদিন রাজশাহী জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠেয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। তার সঙ্গে থাকবেন মিজানুর রহমান মিনু। চাঁদপুর জেলার সমাবেশে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম অংশ নেবেন। একই দিন রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেটে সমাবেশ হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতিতে বলা হয়,  মহানগরী এলাকার সমাবেশগুলো মূল শহরের বাইরে আয়োজন করতে হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে,  বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক টিমের সদস্য হিসেবে সমাবেশের সমন্বয় করবেন। সংশ্লিষ্ট জেলার জাতীয় নির্বাহী কমিটির নেতারা সমাবেশকে সফল করতে জেলার নেতাদের সার্বিক সহযোগিতা করবেন। প্রতিটি টিমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।
ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরবান, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার সমাবেশ ১৯ জানুয়ারির পরিবর্তে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৫ জানুয়ারি সমাবেশ হবেÍ  নীলফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা, শেরপুর, শেরপুর ও বাগেরহাট জেলায়। ১৭ জানুয়ারি হবে রাঙ্গামাটি, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ি, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে। ২২ জানুয়ারি হবে নারায়ণগঞ্জ,  কুমিল্লা, সাতক্ষীরা, ময়মনসিংহ, নাটোর, বরিশাল (সাংগঠনিক উত্তর জেলা), চট্টগ্রাম (সাংগঠনিক উত্তর জেলা), সৈয়দপুর ওে শরিয়তপুর জেলায়। ২৪ জানুয়ারি সমাবেশ হবে ময়মনসিংহ (সাংগঠনিক উত্তর জেলা),  মাগুরা, মাদারীপুর, বান্দরবান, মৌলভীবাজার, পঞ্চগড় জেলায়।
এরআগে প্রথম ধাপে অন্তত ২৬ জেলায় সমাবেশ করেছে বিএনপি। কিছু এলাকায় ৪৪ ধারা জারি হওয়ায় সমাবেশ না হলেও দ্বিতীয় ধাপে এসব এলাকায় সমাবেশের শিডিউল দিয়েছে দলটি।