জেলা ক্রীড়া অফিসের অয়োজন কুমিল্লায় বালক অনুর্দ্ধ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জাতীয় পর্যায়ে ‘ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্দ্ধ-১৫ )-২০২২’ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ????-?? ?? আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা বিবির বাজার ফুটবল খেলার মাঠে গতকাল ৫ জানুয়ারি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুজ্জামান। এছাড়া অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক বিবির বাজার উচ্চ বিদ্যালয় কুমিল্লা সাবেক ফুটবল খেলোয়াড় মো আলমগীর, তোফায়েল, নূরনবীসহ অনেকে। আদর্শ সদর উপজেলার ৪ টি দলের প্রায় ৬০ জন এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সুস্থ-সবল জাতি গঠনে এ ধরণের ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যবিধি মেনে সারা বছরব্যাপী খেলাধুলা অব্যহত রাখার কথা বলেন। তিনি তৃণমূল পর্যায়ে এ আয়োজনকে সাধুবাদ জানান।
জেলা ক্রীড়া অফিসার জানান, এ প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুঁজে বের করে তাদেরকে চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে বিভাগীয় দল গঠন করা হবে এবং বিভাগীয় দলগুলো নিয়ে জাতীয় পর্যায়ে ‘ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৫ )-২০২২’ অনুষ্ঠিত হবে। মূলত তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করার জন্য আজকের এ আয়োজন। বিজয়ীসহ সকল প্রতিযোগীর জন্যই ছিল জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সিসহ শুভেচ্ছা উপহার। অনুষ্ঠনে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।