ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় হুইল চেয়ারে চড়ে ভোট উৎসবে আবুল হেসেন
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM, Update: 06.01.2022 12:37:36 AM
চান্দিনায় হুইল চেয়ারে চড়ে ভোট উৎসবে আবুল হেসেনরণবীর ঘোষ কিংকর: ঘড়ির কাটায় দুপুর তখন ১২টা ছুঁই ছুঁই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভোট কেন্দ্রটির চারপাশ ঘিরে যেন ভোট উৎসব চলছে। দীর্ঘ কয়েক বছর পর উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণের খবর ছড়িয়ে পড়ায়  ভোটাররাও তার ভোটাধিকার প্রয়োগ করার প্রবল ইচ্ছায় প্রাণবন্ত ভাবে ছুটে আসছেন ভোট কেন্দ্রে।
প্রশাসনের কঠোর নজরদারীতে নিরপেক্ষ ভোট গ্রহণের কথা শুনে ঘরে থাকতে পারেনি দুই পায়ের পঙ্গুত্ববরণ করা আবুল হোসেন।
প্রতিবেশি তিন ব্যক্তির সহায়তায় হুইল চেয়ারে চেপে ব্যস্ততম ফোর লেন মহাসড়ক অতিক্রম করে কেরণখাল ইউনিয়নের দোতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আসেন।
অসুস্থ শরীর নিয়ে ভোট কেন্দ্রের আসার কারণ জানতে চাইলে আবুল হোসেন জানান, ‘আমি তরকারি ব্যবসা করতাম। ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার মেরুদন্ড ও ঘাড়ে মারাত্মক আঘাত পাই। তারপর থেকে আমার দুই পা পঙ্গু হয়ে যায়। অনেক বছর ভোট দেই না। এবার শুনছি সুষ্ঠু ভোট হইতাছে, এর লাইগ্যা আমিও ভোট দিতে আইছি’।
প্রতিবন্ধী আবুল হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। মহাসড়কের এক পাশে তার বাড়ি অপর পাশে ওই ভোট কেন্দ্রটি। আবুল হোসেন এর ভোট কেন্দ্রে আসার দৃশ্যটি নজরে আসে উপস্থিত সকলের।
ওই কেন্দ্রের অপর একটি ভোটার বিল্লাল হোসেন জানান, মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চায়। এবারের মত সুষ্ঠু ভোট এক যুগেরও বেশি সময় আমরা দেখিনি। ভবিষ্যতেও যাতে এই ধারা অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা ভোটারদের।