ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে শনাক্ত ৯০ হাজার, একদিনে বাড়লো ৫৬.৫ শতাংশ
Published : Thursday, 6 January, 2022 at 12:53 PM
ভারতে শনাক্ত ৯০ হাজার, একদিনে বাড়লো ৫৬.৫ শতাংশভারতে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৬.৫ শতাংশ বেশি। বুধবার দেশটিতে শনাক্ত হয় ৫৮ হাজার ৯৭ জন রোগী। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৭৯৭ জন আর দিল্লিতে ৪৬৫ জন।  

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতের ২৬টি রাজ্যে ছড়িয়েছে। বুধবার প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয় রাজস্থানে।

ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ হাজার ২০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯ জন। মোট আক্রান্তের মধ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা এক শতাংশের কম। বর্তমানে তা ০.৮১ শতাংশ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাত্রীকালীন কারফিউ এর মতো বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য।

টিকা প্রদান ক্রমাগতভাবে দ্রুত করছে ভারত। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৩৮ রোগী। পশ্চিমবঙ্গে শনাক্ত হয়েছে ১৪ হাজার ২২ জন। দিল্লিতে আক্রান্তের পরিমাণ একদিনে প্রায় দ্বিগুণ বেড়েছে। এছাড়াও সেখানে একদিনে মৃত্যু হয়েছে আট জনের।